১.
বনের রাজা বাঘ তাড়া করেছে শিকারীকে। বাঘ দৌড়াচ্ছে শিকারীকে ধরবার জন্য। আর শিকারী দৌড়াচ্ছে বাঘের আক্রমন থেকে নিজেকে বাঁচাবার জন্য। আগেই বন্দুকের গুলি শেষ হয়েছে। দৌড়াবার দমও শেষ। শিকারী শেষ চেস্টা করার জন্য দৌড়ানো থামিয়ে বাঘের মুখোমুখি হল। শিকারীর ইউ টার্নে বাঘ কিছুটা বিভ্রান্ত। শিকারী বললেন, ছি: ছি: বনের রাজা হয়ে খাবারের লোভে তুমি নগ্ন হয়ে দৌড়াচ্ছো। অশ্লীল…অশ্লীল। ”লজ্জ পেয়ে এবার বাঘের ইউ টার্ন।
২.
ছোট খোকা: আম্মু, আব্বু কি খুব লাজুক?
আম্মু: হ্যা খোকা। তোমার আব্বু লাজুক না হলে তোমার বয়স কয়েক বছর বেশীই হত।
৩.
জাল নোট নিয়ে মামলা চলছে।
সরকারী পক্ষের উকিল: মাননীয় আদালত, আসামীদের কাছে জাল নোট ছাপানোর মেশিন পাওয়া গেছে। সুতরাং তারা যে জাল নোট ছাপানোর সাথে যুক্ত তাতে কোন সন্দেহ নেই। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হউক।”
আসামী পক্ষের উকীল : মাননীয় আদালত, মেশিন যদি প্রমান হয় তবে আমার বলবার কিছু নাই। আমি শুধ অনুরোধ করবো এই শহরের সকল পুরুষকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হউক।”
মাননীয় আদালত অবাক হয়ে প্রশ্ন করলেন: কেন?
আসামী পক্ষের উকীল: কারন তারা সকলেই একটি করে রেপ মেশিনের মালিক।
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment