//]]>
News
Loading...

文মেয়েলি জোকস -১৮文

স্বামী বাইরে থাকে। পুরাই মাথা খারাপ অবস্থা। ফোন

করে স্ত্রীকে অনেক আদর করল। আদর করার এক
পর্যায়ে স্ত্রীকে বলল একটা ফুল বডির ছবি .
এমএমএস করে পাঠাতে।
ফুল ন্যাকেড!
.
.
.
.
.
স্ত্রী স্বামীর কথা মত ছবি পাঠাল। বিছানায় শোয়া।
.
ফুল ন্যাকেড।
হাতে কোন ফোন নাই। 

***২.
 .
.
.

[[ না পরলে মিস করবেন ]]

একদিন এক মেয়ে স্কিনটাইট স্কার্ট পরে বের হয়েছে বন্ধুর বাসার উদ্দ্যেশে |গাড়ি নষ্ট থাকে সে গেল নিকটস্থ বাস স্টপেজে|

যথারীতি বাস আসলো, সে বাসে উঠার চেষ্টা করলো, কিন্তু পারল না | স্কার্টটি খুব টাইট বলে বাসের সিড়িতে পা রাখতে সমস্যা হচ্ছিল |

কি আর করা, বাসে তো উঠতে হবে, তাই সে একটু পিছিয়ে এসে স্কার্টের পিছনের চেইনটা একটু খুলে দিল | কিন্তু এবারও বাসের সিড়িতে পা রাখতে পারল না |

সে আবার পিছনে এসে স্কার্টের পিছনের
চেইনটা আরেকটু খুলে দিল | কিন্তু এবারও বাসের সিড়িতে পা রাখতে পারল না |

এদিকে বাসের সব যাত্রী আর আশেপাশের লোকজন হা হয়ে মেয়েটির কান্ড-কারখানা দেখতে লাগলো |

কিন্তু হতোদ্যম না হয়ে মেয়েটি আবারও একটু পিছিয়ে এসে স্কার্টের পিছনের চেইনটা একটু প্রায় অর্ধেক খুলে দিল |

কিন্তু এবারও বাসের সিড়িতে পা রাখতে পারল না |

এবার আর কোনো উপায় না দেখে লজ্জাশরমের মাথা খেয়ে

পুরো চেইনটা খুলে স্কার্টটা দুহাতে আকড়ে
চেষ্টা করার সময় ঠিক তার পিছনে দাড়িয়ে থাকা দুষ্ট ছেলে দুহাতে তার কোমর ধরে সিড়িতে উঠতে সাহায্য করলো |

কিন্তু একি! এত দেখি উপকারের বিপরীত শাস্তি|

মেয়েটা পিছন ফিরে দুষ্ট ছেলেকে ঝাড়ি মেরে বলল,

“আপনার সাহস কত বড়! অচেনা একটা মেয়ের গায়ে হাত দিছেন! পেয়েছেন কি?
মেয়ে দেখলে খালি মাথা ঠিক থাকে না!
আপনি কি আমার বন্ধু যে আমার গায়ে হাত দিছেন?”

দুষ্ট ছেলে তখন স্মার্টলি বলল,”দেখুন,
আপনি আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না |

কিন্তু যখন আপনি পিছনদিকে হাত দিয়ে আমার প্যান্টের চেইনটা অল্প অল্প
করে পুরোটা খুলে ফেললেন, তাই আমি ভাবলাম

আপনি বোধ হয় আমার বান্ধবী!”
 
***৩
 না পরলে মিস খাইবেন.........

একদিন শিক্ষক ক্লাস এ
বিয়ে নিয়ে কথা বলছিলেন ..
শিক্ষকঃ জনি, তুমি কেমন স্ত্রী চাও??
জনিঃ চাঁদের মত
শিক্ষকঃ ওয়াও!! খুব সুন্দর …
তুমি কি চাও তোমার
স্ত্রী চাঁদের মত সুন্দর আর শান্ত হবে??
জনিঃ না স্যার আমি চাই সে রাতে
আসবে আর
সকালে চলে যাবে 
***৪
 
মেয়েরা লিফটিং খুব পছন্দ করে।
আপনি যেদিন বিয়ে করবেন সেদিন
লিফটিং এর কাজ টা সেরে ফেলবেন।
এতে ভাবিসাব খুবই ইম্প্রেসড হবে। বিয়ের
পর রেগুলার এইটা করবেন।

লিফটিং মানে হচ্ছে আপনি আপনার WIfe
কে দুই হাতে কোলে তুলে নিবেন । তারপর
তাকে বহন করে আপনার
বেডরুমে নিয়ে বিছানায় শুইয়ে দিবেন।

মনে রাখবেন যেখান
থেকে আপনি তাকে তুলেছেন সেটা যেন বেডরুম
থেকে অন্তত ১২ ধাপ দূরত্বে থাকে। আপনার
বাসায় এই সময় তৃতীয় কারও উপস্থিত
না থাকা বাঞ্ছনীয়।
আমি জানি না কেন মেয়েরা এটা পছন্দ করে।
তবে পছন্দ যে করে এইটা সিউর।

আপনি লিফটিং করেই দেখুন না!! দুদিন
পড়ে আপনার Wife ঠিকই আপনাকে বলবে "Janu,
তুমি সেদিন যেমন
করে আমাকে তুলে নিয়েছিলে, সেটা না আমার
খুব ভাল লেগেছিল "

লিফটিং এর কিছু আদব মাথায় রাখবেন,
যে সময়টুকু আপনি তাকে তুলে রাখবেন
সে সময়টুকুতে তার চোখে চোখ
রেখে তাকিয়ে থাকবেন।
রোমান্টিক কথা ছাড়া অন্য কোন কথা বলবেন
না।

বেডরুম থেকে যতটা সম্ভব
দূরে গিয়ে লিফটিং শুরু করবেন। যত বেশী সময়
ভাবী সাব আপনার গলা জড়িয়ে আপনার
কোলে ঝুলবেন তত বেশীদিন
তিনি তা মনে রাখবেন।

আপনি যে কাজটি করার আগে কোনভাবেই
ভাবি সাবকে আগে থেকে এটা বুঝতে দিবেন
না।

একমাত্র ১০০% সিউর না হলে লিফটিং করার
চেষ্টা করবেন না। (লিফটিং করার
চেষ্টা করে ব্যর্থ হওয়ার
চাইতে লিফটিং না করাই উত্তম, অনেকের
জন্যে এটা বটগাছ নিজের হাতে উপড়ে ফেলার
চেষ্টা করার মত দেখাতে পারে
প্রয়োজনে কৌশলে ফুটপাতের ওজন মাপার যন্ত্র
দিয়ে ভাবীর ওজোন আর নিজের ওজোন
মেপে নিন)।

আর খবরদার !!! জীবন চলে গেলেও
কোনভাবে ভাবী সাব কে ফেলে দিবেন না,
লিফটিং এর স্মৃতি মধুময় হলে ভাবী সাব
মনে রাখবেন ১ বছর, আর তিক্ত হইলে ১00
বছর!!!!!

সংবিদিবদ্ধ সতর্কীকরণ ঃরোমান্স দেখানোর
জন্যে লিফটিং কেবল একটা ছোট্ট উপায়
মাত্র। ঝুকি নিয়া এইটা করার কোন প্রয়োজন
নাই,

Do not try this outside home
 
Share on Google Plus

About Sakir

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment