০১. চান্দু ও তার এক বন্ধুর মধ্যে কথা হচ্ছে!!
চান্দুঃ ঐ জানস আমার এক বন্ধু জোর করে আমার মোবাইল থেকে আমার গার্লফ্রেন্ডের নাম্বার চুরি করসে!!
বন্ধুঃ বলিস কি?? এখন কি করবি??
চান্দুঃ আমি আবার কি করব?? ও তো পাগল হয়ে একের পর এক এসএমএস করতেসে!!
বন্ধুঃ আরে ব্যাটা তোর গার্লফ্রেন্ডকে পটাবে দেখেই তো নাম্বার নিসে!!
চান্দুঃ আরেহ রাখ!! নিজের বোনকে কি পটানো যায়??
বন্ধুঃ মানে!!!!!!
চান্দুঃ আমি তো ওর ছোটবোনের সাথেই প্রেম করি!!
০২. মেয়ে তার বায়োলোজি ম্যাডাম কেঃ
"ম্যাডাম্, ভালো সিনেমা এবং অশ্লীল সিনেমার ভিতরে পার্থক্য কি?"
ম্যাডাম্- "যদি কোনো সিনেমা দেখে তোমার চোখে পানি আসে তাহলে সেটা ভালো সিনেমা, আর যদি সিনেমা দেখে দুই পায়ের মাঝে পানি আসে তাহলে সেটা অশ্লীল সিনেমা।"
০৩. পুরুষ মানুষ হিসেবে আপনার গর্বিত হওয়া উচিতঃ
কেন?
1- তাদের last name সারাজীবন তাদের সাথেই থাকে
2- ৩০ সেকেন্ডেও তারা ফোনে কথা বলা শেষ করতে পারে
3- ৫ দিনের ছুটি কাটাতে পোষাক হিসেবে একটা জিন্স ও টি শার্টই যথেষ্ট
4- কেউ যদি কোন উপলক্ষে দাওয়াত করতে ভুলে যায়, চট করে তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়না
5- চাইলে তারা একই হেয়ার স্টাইল বছরের পর বছর, যুগের পর যুগ পার করে দিতে পারে !
6- ২০ ২৫ মিনিটেই তারা এক ডজন আত্মীয়ের জন্য শপিং করে ফেলতে পারে
7- বন্ধুমহলে হুবহু তার মত পোষাক পড়া কাউকে দেখলে আঁতকে ওঠে না ।
০৪. এক প্রতিবাদ মিছিলে মেয়েরা সামনে দাড়াইছে, আর তাদের পিছনে ছেলেরা দাড়াইছে।
মেয়েরাঃ "we want justice, we want justice"
আর ছেলেরা পিছন থেকে বলতেছেঃ
"we want JUST KISS, we want JUST KISS"
০৫. এক জন ৭০ বছরের বৃদ্ধ বিয়ে করল ১৪ বছরের এক মেয়ে কে। তো বাসর রাত দুজনেই পাশাপাশি বসা। ঘন্টা খানেক পর হঠাৎ দুজনেই কান্নাকাটি শুরু করে দিল!! বলুন তো কেন???
বৃদ্ধ ভুলে গেছে বাসর রাতে কি করতে হয়!!
আর মেয়ে জানেই না!!
০৬. বল্টু হঠাৎ একদিন সত্যি সত্যি আলাদীন এর প্রদীপ
পাইয়া গেল !!
প্রদীপের দৈত্যকে বললঃ " আমাকে এমন এক
গাড়ি দেও যা ভর্তি মেয়ে থাকবে, আর এমন
একটি পকেট দেও, যা ভর্তি টাকা টাকা থাকবে!!!!!
দৈত্যঃ ঠিক আছে তবে তাই হোক। কাল থেকে তুই
"ইডেন কলেজ" এর যাওয়া আসার বাসের
কন্ট্রাক্টরি করবি!!
০৭. ছেলে কে??
সেই জন যে নরকে গেলেও বলবেঃ
"দোস্ত যমরাজ এর মাইয়া দেখছস জব্বর একখান মাল!! পুরাই!!"
আর মেয়ে?
স্বর্গে গেলেও এক জন আরেকজনকে বলবেঃ
"ওই অপ্সরীকে দেখছিস?? কি সস্তা নেইল পালিশ লাগাইছে ম্যাচও করে নাই!! ছিঃ!! রুছি নাই একদমই!!"
০৮. এক ছোট বাচ্চা মা-বাবার সাথে রাতে একসাথে ঘুমিয়েছে !
হঠাত্ করে অনেক রাতে বাচ্চাটার ঘুম ভেঙে যায়। চোখ কচলিয়ে কচলিয়ে তাকিয়ে বলে.....
"শুধু আমি কাপড় না পড়লেই দোষ"
০৯. একদিন একটি কুত্তা একটি বিড়ালকে জিজ্ঞেস করলো-
“ আচ্ছা পুসি, বলতো তোরা লুকাইয়া লুকাইয়া ভালোবাসা নির্মান কাজ করিস কেন ? আমরা তো করি না...আর এইটা লুকাইয়া করার কি আছে ?”
বিড়ালটি কুত্তাকে জবাব দিল-
“শোন ডগি, আমরা চাইনা আমাদের ভালোবাসা নির্মান কাজ মানুষ দেখুক আর শিখুক কারন তোদেরটা অলরেডি তারা কপি করে ফেলেছে, বুঝলি...?
১০. চিকিৎসা বিজ্ঞান বলে,"টাইট জামা কাপড় পরলে নাকি ব্লাড সার্কুলেশন ধীর/কমে যায়"
কিন্তু সত্য হলো, " মেয়েরা টাইট জামা কাপড় পরলে ছেলেদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়"
১১. বল্টুদের পাশের ফ্লাটে নতুন ভাড়াটিয়া এসেছে।
ভাড়াটিয়ার আবার সুন্দরী একটা মেয়েও আছে।
একদিন সেই মেয়ে টি-শার্ট পরে বের হলো।
বল্টু দেখলো মেয়েটার টি-শার্টে চমৎকার একটি গাড়ীর ছবি আঁকানো।
সেদিকে একদৃষ্টিতে অনেক্ষন বল্টুকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি জিজ্ঞেস করল-
“কি ভাই, টি-শার্টে গাড়ী আগে কখনো দেখেন নি?”
বল্টু তোতলাতে তোতলাতে…
"জি, গাড়ী তো দেখেছি কিন্তু এতো বড় বড় হেডলাইট তো আগে দেখি নাই!!”
১২. রাস্তায় এক মহিলা ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করলো,
পুলিশ : থামুন
মহিলা : আমাকে যেতে দিন আমি একজন স্কুল টিচার
পুলিশ : আহ!! এই মুহুর্তটার জন্য সারাজীবন অপেক্ষা করেছি ,
"এখন আপনি খাতায় ১০০ বার লিখুন, 'আমি জীবনেও আর ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করবো না'”
১৩. একজন খারাপ চরিত্রের লোক ছিল।
সে খালি মেয়ে মানুষ না, ছেলে,বৃদ্ধা, পশু, পাখি, গরু, ছাগল, যা পাইত তার সাথেই কুকাম করত।
জীবনের প্রথম ২২ টা বছর তার এভাবে গেল। বলাই বাহুল্য সব শয়তানের কু-মন্ত্রনা। এর পর জানি তার কি হল সে একদিন হটাৎ ভাল হয়ে গেল।
সে বলল আগামী ২২ বছর আমি খালি ধ্যান করব এরপর সে ধ্যান করা শুরু করল। কঠিন সাধনা এবং তপস্যা। সে ভাল হয়ে গেল। শয়তান তো চিন্তায় পড়ে গেল! যেভাবেই হোক ২২ বছরের আগে তার বিচ্যুতি ঘটাতেই হবে।
ধ্যান করার বয়স যখন ৫ বছর তখন শয়তান তার সামনে মুনমুন আর ময়ুরী কে আনল। নাহ খারাপ চরিত্রের লোকটার তারপরেও ধ্যান ভাঙ্গল না।
১০ বছর পর তার থেকে বেটার কোয়ালিটি বাংলাদেশের সুউন্দর ফিগারের মডেল গুলাকে আনা হল। নাহ এখনও ধ্যান ভাঙ্গেনা। আরি কি আজব ব্যাপার!!
১৫ বছর পর এঞ্জেলিনা জোলি ,কেট উইন্সলেট এইসবও চলে আসল, নাহ কিছুই হইলনা। নাহ তাও ঐ লকের ধ্যান ভাঙ্গেনা।
শয়তান তো চিন্তায় পড়ে গেল! শেষ পর্যন্ত মানুষের কাছে হার!! এরপর শয়তান নিজেই মেয়ে সাজলো।
মেয়ে সেজে ঐ লোকের কাছে গেল। লোকের চোখ খুলল। দেখে সামনে অপূর্ব সুন্দরী মেয়ে।
সে তারপর তার ধ্যান ভেঙ্গে আকাম কুকাম শুরু করল। সব শেষ হওয়ার পর শয়তান নিজের বেশ এ ফিরে আসল।
শয়তানের ট্রেড মার্ক ওয়ালা অট্টহাসি শুরু হলো। মুহাহাহাহাহাহাহাহা, ভাংসি তোর ধ্যান ভাংসি।
মানুষ কখনও শয়তানকে হার মানাইতে পারবেনা।
এটা শুনে লোকটাও অট্টহাসি শুরু করল। হুহাহাহাহহাহহাহাহ। শয়তান অবাক!!
শয়তান বলে, কিরে তুই হাসস ক্যান?
লোক বলে, তুই যাদের আনছিলি ঐ রকম তো ২২ বছর আগে তো সবগুলারেই লাগাইছিলাম ।
এরপর খালি বাকি ছিল "শয়তান"।
২২ বছর সাধনা কইরা আইজ শয়তান লাগাইলাম। হুহাহাহহাহাহাহ…
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment