//]]>
News
Loading...

মুঘল সম্রাট পরিচিতি (১৯ জন) বিবাহ ও সন্তানাদি

নামঃ জহিরউদ্দিন মুহাম্মদ বাবররাজত্বকালঃ ৩০শে এপ্রিল ১৫২৬ – ৫ই জানুয়ারি ১৫৩১উপাধিঃ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাস্ত্রীগনঃ
আয়েশাহ সুলতান বেগম
বিবি মুবারিকা ইউসুফযায়
দিলদার বেগম
গুলনার আগাচেহ
গুলরুখ বেগম
মাহাম বেগম
মাসুমাহ বেগম
নারগুল আগাচেহ
সাদিয়া আফাক
সন্তানাদিঃ
হুমায়ুন, পুত্র
কামরান মির্জা, পুত্র
আসকারি মির্জা, পুত্র
হিন্দাল মির্জা, পুত্র
বারবুল মির্জা, পুত্র
ফারুক মির্জা, পুত্র
শাহরুখ মির্জা, পুত্র
সুলতান আহমদ মির্জা, পুত্র
আলোয়ার মির্জা, পুত্র
গুলবদন বেগম, কন্যা
মেহেরজান বেগম, কন্যা
ঈশান বেগম, কন্যা
মাসুমা বেগম, কন্যা
গুলগাদার বেগম, কন্যা
গুলরঙ বেগম, কন্যা
গুলচেহারা বেগম, কন্যা

জন্মের পর নাম রাখা হয়: নাসিরুদ্দিন হুমায়ুন
জন্ম: মার্চ ৬, ১৫০৮, কাবুল
মৃত্যু: ফেব্রুয়ারি ২২, ১৫৫৬, দিল্লী
বিয়ে:
হামিদা বানু বেগম
বেগা বেগম(হাজি বেগম)
মাহ-চুচাক
মিবেহ জান
শাহজাদি খানম
খানেশ আগা

সন্তানাদি:
আকবর, পুত্র
মুহাম্মদ হাকিম, পুত্র
মুহাম্মদ কলিম মির্জা, পুত্র
ফররুখ খান মির্জা, পুত্র
ইব্রাহিম সুলতান মির্জা, পুত্র
আফিফা বেগম, কন্যা
বখতেনেসা বেগম, কন্যা
সকিনা বানু বেগম, কন্যা
আমিনা বানু বেগম, কন্যা

পূর্ণ নামঃ আব্দুল-ফথ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর
রাজ্য শাসনের জন্য আকবর আমলাতন্ত্র চালু করেন। আকবরের আমলাতন্ত্র বিশ্বের সবথেকে ফলপ্রসু আমলাতন্ত্রের মধ্যে অন্যতম। তিনি প্রত্যেক অঞ্চলে সামরিক শাসক নিয়োগ দেন। প্রত্যেক শাসক তার প্রদেশের সেনাবাহিনীর দায়িত্বে ছিল। ক্ষমতার অপব্যবহারের শাস্তি ছিল একমাত্র মৃত্যুদন্ড।
বিয়েঃ
সাম্রাজ্যের রাজপুতদের সাথে সুসম্পর্ক রাখার স্বার্থে আকবর বিভিন্ন রাজবংশের রাজকন্যাদের বিয়ে করেণ। তবে তার স্ত্রীদের মধ্যে সবচাইতে আলোচিত হলেন যোঁধা বাঈ
সন্তানাদিঃ জাহাঙ্গীর ছাড়াও ৫ পুত্র ও ছয় কন্যার জনক।

জন্মের সময় রাখা নামঃ নুরুদ্দীন জাহাঙ্গীর
জন্ম: আগস্ট ৩১, ১৫৬৯, ফাতেহপুর সিকরি
মৃত্যু: অক্টোবর ২৮, ১৬২৭
বিবাহ:
রাজকন্যা মানবতী
নুর জাহান

সন্তানাদি:
নিছার বেগম, কন্যা
খসরু, পুত্র
পারভেজ, পুত্র
বাহার বানু বেগম, কন্যা
শাহ জাহান, পুত্র
শাহরিয়ার, পুত্র
জাহানদার, পুত্র
নামঃ শাহ জাহান
সময়কালঃ জানুয়ারি ৫, ১৫৯২ – জানুয়ারি ২২, ১৬৬৬
সঙ্গীঃ
আকবারবাদি মাহাল
কান্দাহারি মাহাল
মমতাজ মাহাল
হাসিনা বেগম সাহিবা
মুটি বেগম সাহিবা
ফাতেহপুরি মাহাল সাহিবা
সারহিন্দি বেগম সাহিবা
শ্রীমতী মানবাভাতি বাইজি লাল সাহিবা
লীলাবতী বাইজী সাহিবা
সন্তানাদিঃ
দারা শিকোহ
আওরঙ্গজেব
জাহানারা বেগম সাহিব
শাহ সুজা
রসানারা
মুরাদ বাক্স
গাউহারা বেগম


নাম: আবু মুজাফ্‌ফর মহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব আলমগীর
জন্ম: নভেম্বর ৪, ১৬১৮, দাহোদ
মৃত্যু: মার্চ ৩, ১৭০৭,আহমেদনগর

বিবাহ:
নবাব বাই বেগম, আওরঙ্গজেবের প্রথম স্ত্রী যিনি রাজপুরী জারাল রাজপুত রাজকন্যা ছিলেন
দিলরাস বানু বেগম, আওরঙ্গজেবের দ্বিতীয় স্ত্রী, ইরানের সাফাভী রাজকন্যা ছিলেন
সন্তানাদি:
মুহাম্মদ সুলতান, নবাব বাই বেগমের ঘরে আওরঙ্গজেবের জ্যেষ্ঠ পুত্র
বাহাদুর শাহ প্রথম, নবাব বাই বেগমের ঘরে আওরঙ্গজেবের দ্বিতীয় পুত্র
আজম শাহ, দিলরাস বানু বেগমের ঘরে আওরঙ্গজেবের তৃতীয় পুত্র
সুলতান মুহাম্মদ আকবর, দিলরাস বানু বেগমের ঘরে আওরঙ্গজেবের চতুর্থ পুত্র
মুহাম্মদ কাম বক্স, বেগম আওরঙ্গবাদীর ঘরে আওরঙ্গজেবের পঞ্চম পুত্র
জেব-উন-নেসা, দিলরাস বানু বেগমের ঘরে আওরঙ্গজেবের জ্যেষ্ঠ কন্যা
বদর-উন-নেসা, নবাব বাই বেগমের ঘরে আওরঙ্গজেবের তৃতীয় কন্যা

নামঃ শাহ আলম বাহাদুর(প্রথম)
শাসনকালঃ
১৭০৭ খ্রিস্টাব্দ থেকে ১৭১২ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষ শাসন করেছেন।
স্ত্রীঃ নিজাম বাই এবং অন্যান্য ৮ জন।সন্তানাদিঃ
জাহানদার শাহ
আজিমুশ শাহ
রাফিউশ শাহ
খুজিতশাহ আখতার জেহান
বুলান্দ আখতার
_____________
এরপর যারা মুঘল সম্রাজ্যের রাজা হন--

জাহানদার শাহ

ফর‌রুখসিয়ার

রাফি উল-দারজাত

রাফি উদ-দৌলত

নিকুসিয়ার

মুহাম্মদ ইব্রাহিম

মুহাম্মদ শাহ

আহমেদ শাহ বাহাদুর

আজিজ-উদ-দীন

মুহি-উল-মিল্লাত

আকবর শাহ ২

বাহাদুর শাহ ২

মুঘল পতাকা

Share on Google Plus

About Sakir

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment