//]]>
News
Loading...

বাংলায় শিখুন ADOBE Illustrator ( PART-1)

What Is Illustrator ? (ইলাস্ট্রেটর কি ?):
Illustrator (ইলাস্ট্রেটর) একটি গ্রাফিক্স ডিজাইন Package Program (প্যাকেজ প্রোগ্রাম)। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। ইহা মার্কিন যুক্তরাষ্ট্রের Adobe Corporation (অ্যাডৌবি কপোরেশন) কর্তৃক বাজারজাতকৃত। Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটর) গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ প্রোগ্রামটি সর্বপ্রম বাজারজাত হয় Apple Macintosh কম্পিউটারে ব্যবহারের উদ্দেশ্যে। কালক্রমে IBM বা IBM Compatible Computer এর মধ্যে Windows Shaported Illustrator (ইলাস্ট্রেটর) বাজারজাত হয়। উৎপত্তির সময় থেকে এই গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামটি এ যাবৎ অনেকগুলো Version (ভার্সন) অতিক্রম করেছে। এর সর্বশেষ Version (ভার্সন) Adobe Illustrator 10.0 (অ্যাডৌবি ইলাস্ট্রেটর ১০.০)।

How to Illustrator is Used in The Work Place (কার্যক্ষেত্রে ইলাস্ট্রেটর এর ব্যবহার)ঃ
আমরা আগেই অবগত হয়েছি যে, Illustrator (ইলাস্ট্রেটর) একটি গ্রাফিক্স ডিজাইন Package Program (প্যাকেজ প্রোগ্রাম)। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। ইহা Desktop Publishing (ডেস্কটপ পাবলিশিং) গ্রুপের একটি অতি সহায়ক Package Program (প্যাকেজ প্রোগ্রাম)। যে Package Program (প্যাকেজ প্রোগ্রাম) এর মধ্যে Text (লেখা) এবং Picture/ Graphics (ছবি) কে mgš^q সাধন করা যায় তাকে Desktop Publishing (ডেস্কটপ পাবলিশিং) Package Program (প্যাকেজ প্রোগ্রাম) বলা হয়। সহজ করে বলা যায় DTP হলো Design for Text and Picture. এই প্রেক্ষিতে Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটর) নিঃসন্দেহে একটি Desktop Publishing (ডেস্কটপ পাবলিশিং) Package Program (প্যাকেজ প্রোগ্রাম)। Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটর) এর সাহায্যে খুব সুন্দরভাবে মনের ইচ্ছেমত Text (লেখা) এবং Picture / Graphics (ছবি) কে mgš^q সাধন করা যায়। এছাড়াও Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটর) বিশে−ষন করলে
বাস্তবক্ষেত্রে নিুাকে্ত উপযোগিতা লক্ষ করা যায়। যেমন ঃ
  • (১). যে কোন ডিজাইন উপস্থাপনায় Text (লেখা) এর কাজ করা যায়।
  • (২). পত্র পত্রিকা এবং যে কোন ধরনের বইয়ের প্রচ্ছদ (কভার) মনের ইচ্ছেমত বানানো যায়।
  • (৩). Text (লেখা) এবং Picture / Graphics (ছবি) কে mgš^q সাধন করে মনের ইচ্ছেমত সাজানো যায়।
  • (৪). বিজ্ঞাপন, পোষ্টার, লিফলেট ইত্যাদি সুন্দর করে বানানো যায়।
  • (৫). ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড ইত্যাদি খুব সুন্দর করে তৈরী করা যায়।
  • (৬). Multimedia (মাল্টিমিডিয়া), Webpage (ওয়েবপেজ), Online Graphics Design (অনলাইন গ্রাফিক্স ডিজাইন) এর মধ্যে ইলাষ্ট্রেটর এর ব্যবহার অতি সুফলদায়ক।
  • (৭). সর্বোপরি প্রকাশনা শিল্পের সকল কাজ Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটর) বিশে−ষন করলে খুব সহজে করা যায়।
To Run the Illustrator (ইলাস্ট্রেটর চালুকরন) 
Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটর) Package Program (প্যাকেজ প্রোগ্রাম) টি চলে Operating System Windows এর মাধ্যমে। অর্থাৎ ইহা একটি Windows Base Program| এই কারনে Adobe Illustrator (অ্যাডৌবিইলাস্ট্রেটর) Package Program (প্যাকেজ প্রোগ্রাম) টি চালু করার আগে Operating System Windows চালু করতে হবে। এজন্য প্রয়োজন Operating System Windows সম্পর্কে নূন্যতম ধারনা। আমার মনে হয় যেহেতু আপনি Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটর) Package Program (প্যাকেজ প্রোগ্রাম) টি শিখতে আসছেন সেহেতু Operating System Windows 95/98/2000/XP সম্পর্কে সম্যক ধারনা অর্জন করেছেন। যদি আপনি Operating System Windows 95/98/2000/XP সম্পর্কে অবগত থাকেন তাহলে তাহলে নিশ্চয়ই Windows এর Start Button সম্পর্কে অবগত আছেন তাহলে Windows এর Desktop থেকে Start Click
Program Click >Adobe Click >Illustrator 10.0 Click Illustrator 10.0 Click করলেই অল্পক্ষন পর Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটর) এর Logo দেখা যাবে এবং তার পরপরই Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটর) এর Window দেখা যাবে। দৃশ্যমান এই Window কে বলা হয় Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটর) এর Opening / Editing Window. Adobe Illustrator 10.0
 আজ এ পরজন্ত..
ফেসবুক এ আমি ক্লীক এখানে

Share on Google Plus

About Sakir

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment