//]]>
News
Loading...

ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছেন না ? এখন থেকে মনের ইচ্ছা মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন !

18560 যে কোনো আমল এর বাংলা লেখাকে অভ্র তে কনভাট করুন !!!
বিসমিল্লাহির রহমানির রহিম, মহান করুনাময় আল্লাহতালার নামে শুরু করছি
لسلام عليك/ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন।

আশা করি আপনারা সবাই ফেসবুক ব্যাবহার করে থাকেন তবে মাজে মাজে ফেসবুকে ফ্রেন্ড রেকুয়েষ্ট  সেন্ড করতে দিচ্ছে না , মানে আপনাকে ব্লক করে দিয়েছে ফেসবুক!!!! কারন আপনি বার বার একের অধিক  ফ্রেন্ড রেকুয়েষ্ট সেন্ড করলে এই রকম হবেই , প্র্থমে আপনাকে ২ দিন তারপর ১৫ তারপর ৩০ দিনের জন্য ব্লক করে দিতে পারে ফেসবুক , তাই যতটা সম্ভব ফ্রেন্ড রেকুয়েষ্ট সাবধানে সেন্ড করতে হয় । আজ একজন কে ফ্রেন্ড রেকুয়েষ্ট পাঠালেন তারপর আপনার ফ্রেন্ড রেকুয়েষ্ট গ্র্রহন করলে আরেক জন কে  ফ্রেন্ড রেকুয়েষ্ট পাঠাতে পারবেন প্র্তিদিন ৪ বা ৫ এর অধিক ফ্রেন্ড রেকুয়েষ্ট সেন্ড করবেন না ।
কিন্ত আপনি যদি আপনার  ফ্রেন্ড  এর ফেসবুক এর মেইল আইডি জেনে থাকেন তবে
একটি চালাকি করে ইচ্ছা মতো আপনার অন্য ফ্রেন্ডদের রেকুয়েষ্ট পাঠান । ফেসবুক এর মালিক   জনাব যুকার্বার্ক সাহেবও কিছুই করতে পারবে না :P মানে  এই ভাবে ফ্রেন্ডদের রেকুয়েষ্ট পাঠানো হলে ফেসবুক আপনাকে  ব্লক করবে না ।

প্রথমে আপনার ফেসবুকে লগ ইন করুন।

তারপর Account>Edit Friends এ যান।
বাম পাশে  Invite friends এ ক্লিক করুন।

আপনার  ফ্রেন্ডদের ফেসবুকের ইমেল এড্রেস  দিয়ে Invite তে ক্লিক করুন।  তাহলে ফ্রেন্ড রিকুইষ্ট পাঠানো হয়ে যাবে !!!

188179 194529797242320 1011671 q আমার সংগ্রহের সর্বশেষ   ডিকশোনারি বা অভিধান গুলো এই ভাবে আপনি অনেক কে ফ্রেন্ড রিকুইষ্ট সেন্ড করতে পারবেন  UNLIMITED FRIEND REQUEST  সেন্ড করতে পারবেন শুধু মাএ আপনার ফ্রেন্ডদের  ফেসবুকের ইমেল আইডি জানা থাকলে ।
ভালো থাকবেন সবসময় । আবার দেখা হবে অন্য কোন টিপস নিয়ে ।
FACEBOOK একটি পেজ আছে । আশা করি পেজ টা তে আপনারা এড হবেন । নাম  MulTifarioUs Multimedia এখানে ক্লিক করেন ।

Facebook এ আমি ক্লীক এখানে

ifacuh 2 শাকির ব্লগ MulTifarious এর ভূবনে আপনাকে স্বাগতম !!!!
 
Share on Google Plus

About Sakir

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment