//]]>
News
Loading...

আপনার আই-পি হাইড করুন ইজি আই পি হাইড(এক্টিভেটেড) সফটওয়্যার দিয়ে

আই পি হাইড সফটওয়্যার নিয়ে অনেকেই লিখেছে কিন্তু কোনটাই এখন আর সার্ভারের মধ্যে নাই।

ডাওনলোড করতে গেলে বলে এটা পাওয়া যাচ্ছে না। তাই নিজেই লিখতে বসে গেলাম।প্রথমে সার্চ করে দুই দিন এর মাথায় ক্র্যাক ভার্সন খুজে পেলাম।তাই techtunes এর মডারেট দেরকে বলব যে সব tune এর ভ্যালিড নাই সে গুলা যেন সরিয়ে ফেলে।
যাক এখন কি করতে হবে তাই বলছি।
প্রথমে নিচের লিঙ্ক থেকে Zip file টি ডাউনলোড (মাত্র 11.5 MB (1,21,12,853 bytes)) করে নিন।এরপর extract করে নিন। এবং সেখান থেকে Application file টি double ক্লিক করুন ।

সেখানে দেখবেন উপরের দিকে ইন্সটল ফাইল আছে ।সেখানে ক্লিক করে install করুন।কিন্তু রান করবেন না। প্রয়জনে install এর শেষের দিকে run this থেকে টিক উঠিয়ে দিন।

এবার প্রথম দিকে যেখান থেকে ইন্সটল করেছিলেন সেখানে নিচে ক্র্যাক লিখা আছে। সেখান ক্লিক করুন ।

দেখবেন সেখানেও একটি installer আছে। সেটা কপি করে নিন।

প্রথমে install করেছিলেন সেখনে peste করুন। একি নাম থাকার কারনে আপনাকে reaplace করার জন্য বলবে। আপনি reaplace করুন।

এবার সেখানে double ক্লিক করুন। তাহলে আপনার সফটওয়্যার run হবে।
রান করার পর hide IP তে ক্লিক করুন।

install করার নিয়ম জিপ ফাইলেও দেওয়া আছে।
ডাউনলোড করতে লিঙ্ক এ ক্লিক করুন।
ক্লীক এখানে ( এ্যড আসলে এ করুন তারপর ডাউনলোড করুন )
http://cid-be5ec0f3a22547c6.office.live.com/self.aspx/.Public/Hide%20IP%20Easy%20v5.0.4.2%5EMcrack.zip?sa=775345567
Share on Google Plus

About Sakir

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment