//]]>
News
Loading...

অস্ট্রেলিয় নারীর রূপে বোল্ড আউট আকরাম

আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ওয়াসিম আকরাম। এবার আর কোনো গুজব নয়। মেলবোর্নের ৩০ বছর বয়সী সানিয়েরা থম্পসন নামে এক মহিলার সঙ্গে ইতোমধ্যেই অ্যানগেজমেন্ট সেরে ফেলেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ৪৭ বছর বয়সী ওয়াসিম আকরাম।নিউজ ডটকম এইউ প্রকাশিত খবরের সঙ্গে দু’জনের যুগলবন্দী ছবিও ছাপা হয়েছে।প্রকাশিত খবরে বলা হয়, লাউঞ্জ রুমে আকরামই প্রথম থম্পসনকে বিয়ের প্রস্তাব দেন।প্রথাগতভাবে বিয়ে করতে হলে তার বাবাকে প্রস্তাব দেয়ার কথা জানান থম্পসন। এরপর থম্পসনের বাবা বিয়ের সম্মতি দেন।২০১১ সালে মেলবোর্নে এ জুটির প্রথম সাক্ষাত হয় এবং আকরাম বলেন, “তার ভালোবাসা পেয়ে মুগ্ধ তিনি।”তিনি বলেন, “আবার বিয়ে করব কখনোই এমনটা আমি ভাবিনি। তবে আবারো ভালোবাসা খুজে পেয়ে আমি ভাগ্যবান এবং খুশি।”তিনি বলেন, “জীবনে দ্বিতীয়বার সুযোগ আসে আমি কেবল এটাই দেখাতে চেয়েছি।”আকরামের প্রথম স্ত্রী হুমা ২০০৯ সালে মারা যান। ১৫ এবং ১২ বছর বয়সী তাদের দু’টি ছেলে রয়েছে।
Share on Google Plus

About Sakir

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment