//]]>
News
Loading...

কাবা ও মসজিদে হারাম সংক্রান্ত কিছু না জানা (অনেকের কাছেই) তথ্য..জানা অজানা MulTifarioUs GLobe

ক্ষেত্রফল; ৩,৫৬,০০০বর্গ মিটার। মুসুল্লি ধারন ক্ষমতা স্বাভাবিক সময়ে; ৭,৭৩,০০০, হজ্ব, উমরাহ বা রমজানের মওসুমে যা ১মিলিয়ন ছাড়িয়ে যায়। ভুমি থেকে কাবার দরজার উচ্চতা প্রায় ২,৫মিটার, দরজার দৈর্ঘ্য ৩,০৬মিটার, প্রস্থ ১,৬৮মিটার। বর্তমান দরজা বাদশা খালেদের হাদিয়া (উপহার) দেয়া, যা নির্মানে প্রায় ২৮০কিলোগ্রাম স্বর্ণ ব্যবহার করা হয়েছে। হারামে ইমামের সংখ্যা; ১৫জন। হারামে মুয়াজ্জিন সংখ্যা; ১৭জন। প্রধান মুয়াজ্জিন আব্দুল মালিক বিন আব্দুর রহমান।
* কাবা নির্মাতা; ফেরেশতা, আদম, শিস, ইব্রাহিম, ইসমাইল, আমালিকা, জুরহম, কুরাইশ, আব্দুল্লাহ বিন যুবায়ের, হাজ্জাজ বিন ইউসুফ, সুলতান মুরাদখান, ফাহদ।
* প্রথম কাবা তাওয়াফকারী; ফেরেশতারা।
* প্রথম হারামে হজ্ব আদায়কারী; ফেরেশতারা।
* প্রথম কাবার ছাঁদ নির্মাতা; কুসাই বিন কিলাব।
* প্রথম কাবাকে আংশিক গিলাফ পড়িয়েছেন; ইসমাইল।
* সর্বপ্রথম সম্পুর্ণ কাবাকে গিলাফ পড়িয়েছেন; তুব্বা আসআদ আল হিমরারী।
* সর্বপ্রথম কাবাতে মুর্তি স্থাপন করেছেন; আমর বিন লুহাই আল খুজাঈ।
* সর্বপ্রথম কাবার মিনার বানিয়েছেন; কুরাইশ।
* সর্বপ্রথম কাবাকে গোসল দিয়েছেন; রাসূলুল্লাহ (সাঃ), মক্কা বিজয়ের দিন কাবা থেকে মুর্তিগুলো নিস্কাশনের পর।
* কাবাপৃষ্টে সর্বপ্রথম উচ্চস্বরে আযান দিয়েছেন; বেলাল বিন রাবাহ।
* সর্বপ্রথম কাবাকে মিনজানিক দিয়ে হামলা করেছেন; আল হুসাইন বিন নুমাইর, ইয়াজিদ বিন মুয়াবিয়ার নির্দেশে ইবনু যুবায়েরের সাথে যুব্ধের প্রাক্কালে (৬৪ হিজরী)।
* ১০৩৯ হিজরী বন্যার ফলে কাবার একটি অংশ ধসে যায়।
* পৃ্থিবীর সর্বোতম ছায়া কাবার ছায়া।

সংগ্রহ ঃ MulTifarioUs GLobe Sakir Blog
Share on Google Plus

About Sakir

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment