//]]>
News
Loading...

Payza(Alertpay) তে একাউন্ট খোলা ও টাকা উঠানোর নিয়ম..MulTifarioUs GLobe Topics

Payza(পূর্বের নাম Alertpay)এর মাধ্যমে বিদেশ থেকে উপার্জিত টাকা বাংলাদেশে উঠানো যায়। এটি সহজ ও উওম। এখানে ফ্রী একাউন্ট খোলা যায়। ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়া যায়।
পেজা তে একাউন্ট খোলার নিয়মগুলো ধাপে ধাপে দেয়া হল।
প্রথম ধাপ: একাউন্ট খুলতে পারবেন এখানে। Sign Up এ ক্লিক করবেন। দেশের নাম বাংলাদেশ দেয়া আছে।এরপর Personal pro select করবেন। ২য় ধাপ: এখানে Step-1 personal information ফরম আসবে। ফরমে দেওয়া অপশনগুলো ভালভাবে পূরণ করবেন।এরপর next step ক্লিক করবেন। ৩য় ধাপ: Step-2 account information ফরম আসবে।যা যা করবেন-
Email address- আপনার ইমেইল দিন। পারলে ব্যক্তিগত মেইল না দিয়ে নতুন মেইল দিন। কারণ এটা হবে পেমেন্ট মেইল তথা অনলাইন ব্যাংক আইডি।
পাসওয়ার্ড দিন।
Transaction pin-> এখানে ৪ বা ৮ সংখ্যার ডিজিট দিতে হবে, কোন বর্ণ ব্যবহার করা যাবে না।
Security question এ একটা প্রশ্ন সিলেক্ট করে নিচে Answer দিন।
Third party-No সিলেক্ট করবেন।
Captcha পূরণ করে Agreement এ টিক দিয়ে Final step এ ক্লিক করবেন। তারা ইমেইলে একটি লিঙ্ক পাঠাবে।লিঙ্কটাতে ক্লিক করে একাউন্ট ভেলিটেডেশন করবেন।
আর তৈরি হয়ে গেল আপনার পেজা একাউন্ট। এই পেজার ইমেইল যেসব সাইটে কাজ করবেন সেখানে পেমেন্ট মেইল হিসেবে ব্যবহার করবেন।
৪র্থ ধাপ/টাকা উত্তোলন: টাকা উঠানোর জন্য ব্যাংক একাউন্ট যুক্ত করতে হবে। এই কাজটা একাউন্ট খোলার সাথে সাথে বা কিছুদিনের করতে পারবেন।বাংলাদেশের যে কোন ব্যাংক একাউন্ট যুক্ত করা যায়।
My payza account এ ক্লিক করবেন। এরপর my bank accounts সিলেক্ট করুন।
Mobile phone এ বাংলাদেশ সিলেক্ট করে নম্বর দিন।
Bank information-> একাউন্ট নম্বর,ব্যাংকের নাম সিলেক্ট করুন,ব্রাঞ্চ ও শহরের নাম দিন।
Documents upload:
Photo id: এখানে আপনার ন্যাশনাল আইডি/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্টের স্কান কপি আপলোড করবেন।
Bank documents: এখানে ব্যাংকের ডকুমেন্ট যেখানে একাউন্টনম্বরসহ ঠিকানা থাকবে তার স্কান কপি আপলোড করবেন।
কিছুদিনের মধ্যে এড হবে।টাকা জমা হলে withdraw অপশনে ক্লিক করে টাকা উঠান। কিছুদিনের মধ্যে টাকা ব্যাংকে আসবে। এখানে ক্লিক করে একাউন্ট করুন...
Share on Google Plus

About Sakir

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments :

  1. Friend আমার Payza Account with Master Card প্রয়োজন , কিন্তু আমার National ID নেই ! অন্য কোন উপায় আছে কি ?
    নিউবাস্ক থেকে প্রতি মাসে ১৫০০০-২০০০০ টাকা আয় করুন খুব সহজে...
    মজিলা ফায়ার ফক্স দিয়ে না হলে কুরুম, ওপেরা, ইউসি বিরাওজার , বি কুইন অথবা অন্য কোন বিরাওজার দিয়ে যান ,
    ফ্রী ডাউলোড করুন
    Bangla Audio
    Hindi Audio
    Kolkata Audio
    নিউবাস্ক থেকে প্রতি মাসে - Hindi Video
    ১৫০০০-২০০০০ টাকা - Kolkata Video
    আয় করুন খুব সহজে - Bangla Video
    ঘরে বসে - New Natok
    অনেক ধন্যবাদ - Android Apps

    ReplyDelete